যোটক বিশ্লেষণঃ বিবাহে পাত্র পাত্রীর যোটক বিচার বিশ্লেষন!

৳ 1,250

Description

প্রাচীন কালে  বিবাহের পূর্বে পাত্র –  পাত্রীর শুভাশুভ বিচার করে বিবাহ হোত । তখন তালাক বলতে গেলে ছিলই না । কিন্তু বর্তমান সময়ে সকালে বিয়ে করে আর বিকালে তালাক হয়ে যায় । এর কারণটা   কি ? কেননা এখন যারা বিবাহ করছেন তাঁরা মানে  ‘’ ভাবী ‘’ দম্পতিরা জ্যোতিষের কাছে বিবাহের আগে আসেন না শুভাশুভ জানার জন্য । সবাই আসেন তালাক বা বিচ্ছেদের পরে । এটা বড়ই পরিতাপের বিষয় ।    আমরা  বিবাহের  পুর্বে পাত্র – পাত্রীর গ্রহগত অবস্থানের হিসাব করে বৃহৎ ফলাফল জানিয়ে দিচ্ছে মাত্র ১২৫০/০০ টাকায় । আপনি যদি পুর্ব থেকে সতর্ক থাকতে পারেন তবে বিবাহের বিচ্ছেদ , ভাবী দম্পত্তির অকাল দুর্ঘটনা রোধ করতে পারবেন ইনশাআল্লাহ্‌ । SAMPLE  দেখুন প্লিজ ।

বিবাহে পাত্র পাত্রীর যোটক বিচারের বিবাহ মিলন অঙ্কের বিশ্লেষন

উদাহরণঃ

বর্ণকুট বিচারঃ

বর এবং কন্যা বিপ্রবর্ণের অন্তর্গত। এই সমন্বয় নির্দেশ করছে যে এক নিবিড় আবেগপ্রবণ সংযোগে এই বিবাহের প্রধান সম্পর্ক গড়ে উঠবে। সময় বিশেষে উভয়েই পারস্পরিক উদ্যমকে উজ্জীবিত করবেন গঠনমূলক ক্রিয়াকলাপের প্রতি নিয়োজিত করার জন্য। তাদের উভয়ের প্রচেষ্টার মধ্যে এক পারস্পরিক সহযোগীতা থাকবে। পরস্পরের প্রতি সহযোগীতার হস্ত প্রসারনের সময় এক আবেগপ্রবনতা জনিত বন্ধন অনুভূত হবে। গার্হস্থ্য ক্রিয়াকলাপ তারা উভয়ই ভালভাবে পরিচালনা করবেন। জাতকদের প্রবণতা থাকবে পরস্পরকে তাদের পারিবারিক লালনপালন এবং প্রারম্ভিক বাল্যজীবন স্মরণ করিয়ে দেবার যাতে কিনা পরস্পরের সর্বোত্তম মানষিক প্রতিক্রিয়া উদ্দীপিত হয়।

Order Now

যোটক বিচার

যোটক বিচার

বৈশ্যকুট বিচারঃ

বর ও কন্যা উভয়ই জলচর বশ্যের অন্তর্গত। সাধারণভাবে পারস্পরিক মিলনের ক্ষেত্রে এটা একটা খুবই ভাল সমন্বয়। জাতকদের মধ্যে অনেক সদৃশ প্রকারের মূল্যবোধ থাকবে যার জন্য তাদের পরস্পরের বন্ধু হবার প্রবনতা থাকবে। জাতকেরা পরস্পরকে তাদের সৃজনশীল আত্মপ্রকাশের ব্যাপারে সমর্থন করবেন যা কিনা মিলকে সুগম করবে কিন্তু তা এত বেশী হবে না যাতে প্রতিযোগীতার সৃষ্টি হয়। যদি অন্যান্য গুণসকলের মধ্যে ভালরকম মিল থাকে তবে এই সম্বন্ধ তাদের উভয়ের পক্ষে সর্বোত্তম বলে প্রমানিত হবে।

Order Now

তারাকুট বিচারঃ

বর এবং কন্যা উভয়ের জন্ম নক্ষত্র একই শ্রেনীর অন্তর্গত। তাদের মধ্যে যথেষ্ট মিল থাকবে। উভয়েরই একই রকম উষ্ণ এবং স্থিতিশীল প্রকৃতি হবে। তারা এক আদর্শ এবং বিবেকবুদ্ধি সম্পন্ন দম্পতি হবেন যারা পরস্পরের উপদেশ গ্রহন করতে ইচ্ছুক হবেন এবং তার মর্যাদা দেবেন। সময় বিশেষে তারা পরস্পরকে সৃজনশীল আত্মপ্রকাশের জন্য উজ্জীবিত করবেন। তাদের পারিবারিক জীবন যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হবে এবং কষ্টকর পরিস্থিতির মধ্যে তারা পরস্পরকে উৎসাহিত করবেন যাতে তারা ভগ্ন হৃদয় না হয়ে পড়েন এবং উভয়ই সাহসের সঙ্গে সঙ্গীন পরিস্থিতির সম্মুখীন হবেন।  Order Now

যোনিকুট (চক্ষু) বিচারঃ

বর ও কন্যা উভয়ই গজ যোনির অন্তর্গত। যোনি মিলনের বিচারে এটা একটা সর্বোত্তম সমন্বয়। জীবনের প্রতি উভয়েরই প্রচন্ড আগ্রহ থাকবে। তারা পরস্পরকে শারিরিকভাবে এবং মানষিকভাবে আকর্ষনীয় বলে বোধ করবেন। উভয়ই অত্যন্ত আশাবাদী ও অপরিনামদর্শী হবেন এবং তারা সচেষ্ট হবেন তাদের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে। উভয়েরই যথেষ্ট ইচ্ছা শক্তি থাকবে যাতে তারা নিজেদেরকে সংযত করতে পারবেন এবং স্থিতিশীল অবস্থা আনয়ন করতে পারবেন। শারিরিক দিক থেকে তারা অত্যন্ত মিলপূর্ণ হবেন।

Order Now

গ্রহমৈত্রী কুট বিচারঃ

বর ও কন্যা উভয়ের রাশিই বৃহস্পতির আধিপত্যের অন্তর্গত। তারা যথেষ্ট রকম মিলপূর্ণ হবেন। উভয়েরই একই প্রকারের উষ্ণ –এবং স্থিতিশীল প্রকৃতির হবে। তারা এক আদর্শসমন্বিত এবং বাস্তববাদী দম্পতি হবেন, যারা পরস্পরের মত গ্রহন করবেন এবং তার মর্যাদা দেবেন। ধর্ম, দর্শন, শিক্ষা, ভ্রমন, ইতিহাস এবং বিদেশী সংস্কৃতি ইত্যাদি বিষয়ে তাদের পারস্পরিক আগ্রহ থাকবে। তারা পরস্পরকে বিশ্বাস করবেন। এটা পরিবারের সম্পর্কের মধ্যে গার্হ্যস্থ সামঞ্জস্য প্রদায়ক হবে। তাদের আন্তরিক আবেগ প্রবনজনিত অনুভূতি এবং আধ্যাত্মিক উচ্চাশার ব্যাপারে তারা পরস্পরের প্রতি অকপট হবেন। এই সমন্বয় দুই জন্মকুন্ডলীর মধ্যে সামগ্রিক মিলকে বর্ধিত করে তুলবে।  Order Now

গনকুট বিচারঃ

বর ও কন্যা উভয়েই দেবগণের অন্তর্গত। জাতকেরা শান্তিপূর্ণভাবে ও শান্তভাবে একত্রে বসবাস করবেন। উভয়ই যথেষ্ট শান্ত ও বুদ্ধি সম্পন্ন হবেন, যাতে তারা যে কোন রকমের ব্যবহারিক ও প্রয়োজনীয় কর্ম সম্পাদন করতে পারেন। ধর্ম, দর্শন, উচ্চ শিক্ষা,সংস্কৃতি এবং ভ্রমনের ব্যাপারে তারা পরস্পরের অভিমত বুঝে উঠতে পারবেন। পারিবারিক এবং গার্হ্যস্থ সম্পর্কের ক্ষেত্রে এটা একটা অতি উত্তম সমন্বয়। তাদের আন্তরিক আবেগ প্রবনতাগত অনুভূতি এবং আধ্যাত্মিক উচ্চাশার ব্যাপারে তারা একে অপরকে বিশ্বাস করবেন। পরস্পরের সময়জ্ঞান এবং সংগঠনদক্ষতার বিষয় তাদের একে অপরের উপর হিতকর প্রভাব হবে।

Order Now

 

রাশিকুট বিচারঃ

বর ও কন্যা উভয়েই মীন রাশির অন্তর্গত। রাশিকুট মিলনের ব্যাপারে এটা একটা সর্বোত্তম সমন্বয়। ধর্ম, দর্শন, উচ্চ শিক্ষা, সংস্কৃতি এবং ভ্রমনের ব্যাপারে জাতকদের সদৃশ দৃষ্টিভঙ্গী হবে। পরস্পরের মেজাজ ও অনুভূতির ব্যাপারেও তারা এক ভালোরকম সমঝোতা এবং সহমর্মিতা পূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। জাতকেরা সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক মূল্যবোধকে পারিবারিক জীবনে আনয়ন করবেন। তারা নিজেদের চেয়ে অপেক্ষাকৃত কম সৌভাগ্যবান লোকজনদের সাথেও কার্যকরভাবে সহযোগীতা করতে সক্ষম হবেন। Order Now

নাড়ীকুট বিচারঃ

নাড়ী মিলনের পক্ষে এই সমন্বয় শুভ। বিবাহিত জীবনের আয়ুর পক্ষে এটা শুভ হতে পারে। জাতকেরা একে অপরের দৃষ্টিভঙ্গীকে বুঝে উঠতে সক্ষম হবেন এবং সম্পর্কের মধ্যে তাদের অহমিকাকে আনয়ন করবেন না। এই সম্বন্ধকে বিবাহের জন্য বিবেচনা করা উচিত হবে। Order Now

সুমঙ্গলের পক্ষ থেকে এই বিবাহ করার জন্য অনুমোদন করা হোল।

বিবাহ করে দাম্পত্য জীবন সুখের হোক এই দোয়া করি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “যোটক বিশ্লেষণঃ বিবাহে পাত্র পাত্রীর যোটক বিচার বিশ্লেষন!”

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Shares
Share This